সংযুক্ত আবর আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের মাঝে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করে ২০১৯ সালের ১৮ নভেম্বর। এর ৩ বছর পেড়িয়ে গেলেও করোনাসহ নানা অজুহাতে সেই কার্যক্রম বাস্তবায়ন করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
একাধিক সূত্র থেকে জানা যায়, বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রায় ১ কোটি ৩০ লাখ প্রবাসীর মধ্যে বেশিরভাগের বাংলাদেশের এনআইডি কার্ড নেই। কিন্তু এই প্রবাসীরা পরিবারের অভিভাবক হওয়ায় প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক ক্ষেত্রে নানা জটিলতার মুখে পড়ছে তাদের পরিবার ও সন্তানরা। তাই যতদ্রুত সম্ভব এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম চালু করার দাবি জানিয়েছেন প্রবাসীরা।
এনআইডি কার্ড না থাকা ভুক্তভোগী বাংলাদেশ মহিলা সমিতি আবুধাবির সাধারণ সম্পাদক পপি রহমান বলেন, ‘আমাকে দূতাবাস একটি ডামি কার্ড প্রদান করেছে। কিন্তু প্রকৃত কার্ড এখনও করতে পারিনি। দীর্ঘদিন দেশে না যাওয়ার কারণে দেশ থেকেও করার সুযোগ হয়নি। আমি কিছু সম্পত্তি আমার আত্মীয়-স্বজনের নামে দিতে চাচ্ছি। কিন্তু আমার এনআইডি না থাকার কারণে দিতে পারছি না। এ ছাড়া ব্যাংকিং লেনদেনসহ নানা কাজে এনআইডি কার্ড আমার কাছে বেশি জরুরি হয়ে পড়েছে।’
রাঙ্গুনিয়া থানার বাসিন্দা আবুধাবি প্রবাসী মুহাম্মদ এমদাদ হোসেন বলেন, ‘জনতা ব্যাংক থেকে পাসপোর্ট দিয়ে যে বন্ড কেনা যেত, সেটিও এখন এনআইডি ছাড়া কেনা যাচ্ছে না। তাই এনআইডি কার্ড না থাকায় আমি ব্যাংকিং চ্যানেলে চঞ্চয় করতে পারছি না।’
প্রবাসী মোরশেদ বলেন, ‘আমি প্রবাসে থাকি, আমার দুজন সন্তান স্কুলে পড়ে। একজন ক্লাস ফাইভে, অন্যজন ক্লাস টুতে। তাদের বাবা-মা’র এনআইডি কার্ড স্কুলে জমা দিতে শিক্ষকরা প্রতিদিন বলে। কিন্তু আমি দীর্ঘদিন দেশে না যাওয়ায় আমার এনআইডি কার্ড দিতে পারছি না। কয়েক দিন আগে আমার স্ত্রীর আইডি কার্ড জমা দিয়েছে। তবে আবুধাবি থেকে বানানোর সুযোগ না থাকায় আমারটা এখনও করতে পারিনি। এনআইডি দিতে না পারায় কয়েকবার আমার সন্তানদের স্কুল থেকে পাঠিয়ে দিয়েছিল স্কুলের শিক্ষকরা। এ লজ্জাবোধের কারণে সন্তানেরা স্কুলে যেতে চায় না।’
এনআইডি কার্ডের বিষয়ে রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর বলেন, ‘এ বিষয়ে আমি জাতীয় পরিচয়পত্র অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলে যেটা জেনেছি তা হলো, নানা পারিপার্শ্বিক কারণে আপাতত দূতাবাসে মেশিন বসানোর কার্যক্রম অগ্রগতি নেই। তবে যাদের জরুরি ভিত্তিতে এনআইডি কার্ড প্রয়োজন, তারা দ্রুত দূতাবাসে আবেদন করুন। তাদের দেশ থেকে এনআইডি কার্ড এনে দেওয়ার বিষয়ে ডিজি ও জাতীয় পরিচয়পত্র অধিদপ্তরের মহাপরিচালক সম্মত হয়েছেন।’
এনআইডি জটিলাত সমাধান না হওয়া পর্যন্ত যারা ছুটিতে বাংলাদেশে রয়েছেন, তারা দেশ থেকেই পরিচয়পত্রটি করে নিয়ে আসার পরামর্শ দেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি ইফতেখার হোসাইন বাবুল।