আবার বিমান দুর্ঘটনা ঘটেছে নেপালে। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছে।
বুধবার নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সূর্য এয়ারলাইনসের একটি বিমান ‘টেক অফ’-এর কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে। আগুন ধরে যায় ক্রু এবং যাত্রীসহ মোট ১৯ জনকে নিয়ে যাত্রা শুরু করা ওই বিমানটিতে। কালো ধোঁয়ায় ঢেকে যায় বিমানটি। ছুটে আসেন বিমানবন্দরের কর্মী এবং নিরাপত্তারক্ষীরা। তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ। আপাতত বন্ধ করে দেয়া হয়েছে বিমানবন্দরের পরিষেবা।
বুধবার সকালে যখন ওই বিমানটি যাত্রা শুরু করে তখন আবহাওয়া খারাপ ছিল। ‘টেক অফ’-এর খানিকক্ষণ পরেই আগুন ধরে যায় যাত্রীবাহী বিমানটিতে। সকাল ১১টা নাগাদ ওই দুর্ঘটনা হয়েছে বলে জানিয়েছেন টিআইএ-এর মুখপাত্র প্রেমনাথ ঠাকুর। তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু হয়েছিল। তাতে বিমানে থাকা কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার করা গিয়েছে বিমানচালককেও। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দমকলকর্মী এবং পুলিশ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন। তবে আহতদের কয়েকজন পরে মারা যায়।
জানা গিয়েছে, বিমানচালক মণীশ শাক্যকে সঙ্কটজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাকে নিয়ে যাওয়া হয়েছে। বিভিন্ন সূত্র মারফত খবর, অন্তত ১৮ জন যাত্রীর মৃত্যু হয়েছে। তাদের লাশ উদ্ধার করা হয়েছে।
সাউথ এশিয়া টাইমের প্রতিবেদন অনুযায়ী, রানওয়ে থেকে পিছলে যায় বিমানটি। তাতেই এই বিপত্তি ঘটে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা এবং অন্যান্য