অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইল দীর্ঘ সময় থাকতে পারে বলে আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।
রোববার আল-জাজিরা ইসরাইলের কান সম্প্রচারকারীর প্রতিবেদনের বরাত দিয়ে বলেছে, ইসরাইলের সামরিক বাহিনী গাজায় দীর্ঘ সময় কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। তারা হামাস ব্যতীত অন্য কোনো পক্ষের কাছে গাজার ক্ষমতা দিতে চায়। এই প্রক্রিয়ার জন্য ‘অনেক মাস’ লাগতে পারে।
সংবাদমাধ্যমটি তার প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক সূত্রের বরাত দিয়েছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যতক্ষণ না হামাস পরাজিত হয় এবং ক্ষমতা থেকে সরে না যায় ততক্ষণ গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তার সরকার এখনো গাজার যুদ্ধ-পরবর্তী শাসনের একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারেনি।
উল্লেখ্য, ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের হামলার মাধ্যমে গাজার যুদ্ধ শুরু হয়। ইসরাইলের দেয়া তথ্য অনুযায়ী, এই হামলায় ১ হাজার ২০০ জন নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক মানুষ।
হামাস-পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের প্রতিশোধমূলক পাল্টা হামলায় এখন পর্যন্ত ৩৭ হাজার ৮৩৪ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক ব্যক্তি।
সূত্র : আল-জাজিরা