শোক আর শ্রদ্ধায় বিদায় জানানো হলো আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহকে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয় সহযোগী সংগঠনের প্রয়াত এই নেতাকে।
প্রিয় নেতাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন দীর্ঘদিনের সহযোদ্ধারা।
শেষবারের মতো শ্রদ্ধা জানাতে শুক্রবার (১ জুলাই) সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে আসেন অসংখ্য নেতাকর্মী। আয়োজন করা হয় শোক র্যালির। কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে লাশবাহী গাড়িসহ শোক র্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
প্রথমেই শ্রদ্ধা জানানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে। শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও।
নির্মল রঞ্জন গুহের মতো একজন নিবেদিত প্রাণ কর্মীকে হারানোর শূন্যতার কথা উঠে আসে দলের নেতাদের কণ্ঠে।
এরপর শ্রদ্ধা জানান সমবেত নেতাকর্মীরা। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় পোস্তগোলা শ্মশানঘাটে।
গত ২৯ জুন সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নির্মল রঞ্জন গুহ।
এর আগে গত ১২ জুন তার রক্তচাপ বেড়ে গেলে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক অবস্থায় হার্টে দুটি ব্লক ধরা পড়লে সেখানে রিং বসানো হয় তার। পরে তার অবস্থার উন্নতি না হলে ১৬ জুন তাকে চিকিৎসকদের পরামর্শে সিঙ্গাপুর নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৯ জুন শেষ নি:শ্বাস ত্যাগ করেন নির্মল রঞ্জন গুহ।