ঈদের সিনেমা ‘রাজকুমার’। সুপারস্টার শাকিব খান অভিনীত এটি সগৌরবে চলছে দেশের প্রেক্ষাগৃহে। শুধু দেশেই নয়, যুক্তরাষ্ট্র ও কানাডার ৭৫ থিয়েটারেও আগামী ১৯ এপ্রিল মুক্তি পাচ্ছে সিনেমাটি। হিমেল আশরাফের পরিচালনায় এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। ‘রাজকুমার’র বিশেষ একটি চরিত্রে দেখা গেছে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে। তিনি অভিনয় করেছেন শাকিব খানের মায়ের ভূমিকায়।
অনেকটা গোপনেই এই চরিত্রের শুটিং শেষ করেছিলেন সিনেমার নির্মাতা। বিষয়টি চেপে গেছেন মাহি ও প্রযোজক আরশাদ আদনানও। যদিও সিনেমা মুক্তির পর বিষয়টি নিয়ে কথা বলেছেন মাহি। জানিয়েছেন তার অভিজ্ঞতার কথা।
মাহির ভাষ্য, ‘আমি বরাবরই ভিন্ন ধারার কাজ করতে আগ্রহী। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে চাই। বলিউডে দীপিকারা যদি মায়ের চরিত্র করতে পারে, তাহলে আমি করলে সমস্যা কোথায়? পরিচালক হিমেল আশরাফ যখন এই চরিত্রের জন্য আমার কথা চিন্তা করেছেন, তখনই বিশ্বাস ছিল তিনি আমাকে ওভাবেই উপস্থাপন করবেন। তাই কাজটি করেছি। ছবির প্রযোজক আরশাদ আদনানও আমাকে কাজটি করার জন্য বলেছেন, তাই করেছি।’
ব্যস্ততার কারণে ‘রাজকুমার’ দেখা হয়নি মাহির। তবে চরিত্রটি যে দর্শকমহলে প্রশংসিত হয়েছে- তার কিছুটা হলেও ইঙ্গিত পেয়েছেন এই চিত্রনায়িক। তার ভাষ্য, ‘ফেসবুকে অনেকেই আমাকে নিয়ে রিভিউ দিয়েছেন, অনেকেই তো দেখছি প্রশংসা করছেন। দু’একজন মেকআপের ব্যাপারে কথা বলেছেন। কিন্তু শুটিংয়ের সময় মেকআপ নিয়ে আমার কাছে সমস্যা মনে হয়নি।’
মাহি জানান, শাকিবের ৬৫ বছরের মায়ের চরিত্রে এই চিত্রনায়িকাকে তৈরি করতে ভারত থেকে আনা হয় মেকআপ আর্টিস্ট। তার কথায়, ‘মেকআপ নিতে আড়াই ঘণ্টা লাগত, তুলতেও আড়াই ঘণ্টা। উপযুক্তভাবেই মেকআপ করা হয়েছিল।’
মায়ের চরিত্রে কাজ করার অভিজ্ঞতা কেমন? তার উত্তরও দিয়েছেন অগ্নিকন্যা’খ্যাত মাহি। বলেছেন, ‘ছবিতে সন্তানের সঙ্গে বৃদ্ধ মায়ের কথোপকথনের জায়গাটা খুবই আবেগময়। চরিত্রটি করার সময় আমার সন্তান ফারিশকেই কল্পনায় রেখেছি। সন্তানের প্রতি মায়ের আবেগ, আকুতি- সবকিছুই নিজ সন্তানের কথা মাথায় রেখেই কাজটি করেছি। ফলে সহজেই চরিত্রটি আয়ত্ত করতে পেরেছি।’