আমরা যখন রোজা রাখি, (যদি আমরা চাই) খেতে পারি, পান করতে পারি বা অন্য কোনো হারাম কাজ করতে পারি, কিন্তু আমরা তা করি না কারণ আমাদের বিশ্বাস আছে যে আল্লাহ (আল্লাহ) আমাদের দেখছেন। রোজার মূল উদ্দেশ্য হল এই বিশ্বাস (তাকওয়া) তৈরি করা যাতে আমরা আল্লাহর অন্যান্য আদেশ পালন করতে পারি।