আমরা অভিমান করি,
প্রিয় মানুষটার আরো প্রিয় হতে,
আমরা অভিমান করি,
আরো একটু বাড়তি ভালোবাসা পেতে,
আমরা অভিমান করি,
নিজেকে একটু বিলিয়ে দিতে,
আমরা অভিমান করি,
সম্পর্কটা আরো মজবুত করতে।
আর তারা বুঝে নেয়!
আমরা অভিমান করি,
দূরত্ব বাড়াতে!
তারা ভেবে নেয়,
আমরা অভিমান করি,
হারিয়ে যেতে!
তারা মনে করে,
আমরা অভিমান করি,
সম্পর্কের বিচ্ছেদ ঘটাতে!
অবশেষে তাই হয়!
অভিমানের মূল্য তো পাওয়াই হয়না,
বরং সম্পর্কটা দম বন্ধ হয়ে একসময় নিঃশেষ হয়ে যায়!