কত সম্পর্ক আছে নামহীন,স্পর্শহীন,
অসমবয়সী ,কিন্তূ তার শিকড় হৃদয়ের অন্ত:স্থলে–
প্রকাশ্যে আনা যায় না অথচ শান্তি দেয় , ছুঁয়ে থাকে এক নির্মল সুখানুভুতি ।
শুধু দুজনের মধ্যেও এমন একটা সম্পর্কের বাঁধন
তৈরী হয় যেখানে পারিপার্শ্বিক অবস্থা কোনো প্রভাব ফেলতে পারে না ।
আবার এমন অনেক সম্পর্ক আছে যেগুলো কে চাইলেও ধরে রাখা যায় না ।
কিছু আবার নিস্তেজ হয়েও ছাপ রেখে যায় খাতার ভাঁজে রাখা শুকনো গোলাপের মত।
কিছু সম্পর্ক হয় সম্ভ্রমের, পথ দেখায় এগিয়ে যাওয়ার সাহস জোগায় । পিছনে টানার মত
সম্পর্কও কম হয় না, বুঝে শুনে এড়িয়ে
চলতে হয়। সম্পর্ক কে লকারে রাখা যায়না,
গয়নার মত গায়ে পড়া যায় না — মন থেকে
অনুভব করতে হয় , আর আগলে নিতে হয় মূহুর্ত সুখ
সম্পর্কের টানাপোড়েনে জীবন হয় বিষময়।
আবার সম্পর্কের টানেই জীবন হয়ে ওঠে
কোজাগরী পূর্ণিমা ।।
কিছু সম্পর্ক তো স্বার্থের তাগিদে চলে
অনন্তপথ। স্বার্থহীন মনের সম্পর্ক জীবনে
আসেই খুব সীমিত । আসলে সম্পর্ক হলো
এমন একটা তাগিদ যে তাগিদ একপক্ষ
আর এক পক্ষকে দেবে সুষম আন্তরিকতা ।।
সাধের সম্পর্ক।
সোহানা খান
লেখিকা