বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজ রোববার সকালে তার বাসা থেকে আটক করেছে পুলিশ। মির্জা ফখরুল অসুস্থ, তাকে যেন ছেড়ে দেয়া হয় সেই আশাবাদ ব্যক্ত করেছেন তার স্ত্রী রাহাত আরা বেগম।
বিএনপি মহাসচিবকে আটক করে নিয়ে যাওয়ার পর গণমাধ্যমের কাছে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
রাহাত আরা বেগম জানান, সকালে ডিবি পুলিশের লোকজন বাসায় আসে। মির্জা ফখরুল ইসলামসহ বাসার সবার সাথে কথা বলে। এরপর সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে যায় চলে যায়। ঠিক ১০ মিনিট পর আবার ফিরে এসে মির্জা ফখরুলকে আটক করে নিয়ে যায়।
তিনি বলেন, মির্জা ফখরুল প্রচণ্ড অসুস্থ, তার চিকিৎসা চলছিল। ৭৫ বছর বয়স্ক মানুষকে এভাবে নিয়ে যাবে মেনে নিতে পারছি না। আশা করব, যদি তারা তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়, তাহলে তা করে যেন ছেড়ে দেয়।