বিএনপি নির্বাচন করতে না দেওয়ার ঘোষণার পর মার্কিন ভিসা নীতি কী করে, সেটাই এখন দেখার বিষয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘ভিসা নীতি আমরাও করতে পারি, অপেক্ষায় থাকুন।’
আজ শনিবার দুপুরে গাজীপুরের টঙ্গীতে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের সাড়ে চার কিলোমিটার নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘মার্কিন ভিসা নীতিতে তারা বলেছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে যাঁরা বাধা দেবেন, তাঁদের ক্ষেত্রে এ ভিসা নীতি প্রয়োগ করা হবে। এ নীতি এখন অন্ধ-বধির হয়ে থাকবে, না বাস্তববাদী হবে—আমরা দেখব।’ সেতুমন্ত্রী আরও বলেন, ‘ভিসা নীতি করুক তাতে আমাদের কিছু যায়-আসে না। ভিসা নীতি আমাদেরও থাকতে পারে। আমরাও করতে পারি, অপেক্ষায় থাকুন।’
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দুর্নীতি ও দুঃশাসন বললেই বিএনপির নাম বলতে হবে। যারা দুর্নীতি ও দুঃশাসন করে, তারা কোন মুখে এত বেশি কথা বলছে, জানি না।’
‘সরকার থাকতে পারবে না, বিদায় নিতে হবে’—বিএনপির এমন কথা ১৪ বছর ধরে শুনে আসছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এই ১৪ বছরে তাদের নেত্রীর মুক্তির জন্য দৃশ্যমান কোনো আন্দোলন তারা করতে পারেনি। আর তারা সরকারের বিদায় করবে আন্দোলন করে?’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিদেশে পলাতক কোনো নেতার রিমোট কন্ট্রোল আহ্বানে বাংলাদেশের আন্দোলন এবং জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন করার সুযোগ নেই। আন্দোলন যাকে বলে এখন পর্যন্ত তারা সেটা প্রমাণ করতে পারেনি।’
জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানি হত্যার বিচার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘দলীয় পরিচয়ের কারণে বিচার প্রভাবিত হবে না। হত্যার ঘটনায় দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনগত ব্যবস্থা নেওয়া হলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয় না।’
আসছে পবিত্র ঈদুল আজহার আগেই রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং থেকে টঙ্গীর চেরাগ আলী কলেজ গেট পর্যন্ত বিআরটির সাড়ে চার কিলোমিটার এলিভেটেড অংশ খুলে দেওয়া হবে বলে জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘বিআরটি প্রকল্পের কাজ ৯১ ভাগ শেষ হয়েছে। আর হাউস বিল্ডিং থেকে চেরাগ আলী কলেজ গেট পর্যন্ত এলিভেটেড অংশের কাজ ৯৫ ভাগ শেষ হয়েছে। আগামী সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ পুরো প্রকল্পকাজ শেষ হবে।’
শিগগিরই সারা দেশে আরও ১০০ সেতুর উদ্বোধন করা হবে বলেও জানান সেতুমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, সেতু বিভাগের সচিব মনজুর হোসেনসহ প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা।
সুত্রঃ বাসস