গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জেলা পুলিশের আয়োজনে সচেতনতা মুলক সভা অনুুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ২টায় শহরগছি কলেজের হল রুমে অনুুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: কামাল হোসেন।
শহরগছি আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বিরুর সভাপতিত্বে গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের সহ অধ্যাপক ফিরোজ খানম নুনের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বার্হী অফিসার মো: আরিফ হোসেন ও সিনিয়র সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা।
এতে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন, মেডিকেল অফিসার মোস্তাক আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম পারভেজ,নওগাঁ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক রকেট,গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোপাল মোহন্ত,সাধারণ সম্পাদক রাসেল কবির সহ অন্যরা। অনুষ্ঠানে মাদক, সন্ত্রাস-জঙ্গীবাদ বিরোধী বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।