চলে যাওয়া মানে কি চির প্রস্থান?
চলে যাওয়া মানে কি আর না ফিরে আসা?
চলে যাওয়া মানে কি
না ফিরার দেশে পাড়ি দেওয়া?
বুঝি না এই চলে যাওয়ার কেন
এত লীলাখেলা-
চলে যাওয়া মানে কি তোমাকে
ভুলে যাওয়া?
চলে যাওয়া মানে কি তোমাকে
ফেলে দেওয়া?
বুঝি না চলে যাওয়ার মানের
সত্যিকারের কোন অর্থ আছে কিনা।
শুধু এতটুক বুঝি চলে যেতে হবে।
চলে যাওয়ার জন্য আমাদের
সাময়িক এই আগমন।