রমজানের শুরু থেকেই উত্তাপ ছড়াচ্ছিল সূর্য। বৈশাখে রাজধানীসহ দেশের মধ্যাঞ্চলজুড়ে রোদের তেজ আরও বাড়তে থাকে। এরমধ্যে দিন কয়েক আগে রাজধানীর ওপর দিয়ে বয়ে যায় মৌসুমের সবচেয়ে তীব্র কালবৈশাখী ঝড়। দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখীর পর প্রতিদিন অল্প সময়ের জন্য সামান্য বৃষ্টিও হয়েছে।
সেই বৃষ্টির রেশ কেটে যাওয়ার পর আবার বাড়তে থাকে ভ্যাপসা গরমের অনুভূতি। শুক্রবার সকালেও ছিল রোদঝলমলে আকাশ; বিকেল ৩টার পর আকাশ কালো মেঘে ঢেকে যেতে থাকে। এরপর ঝরতে থাকে বৃষ্টি। সঙ্গে হঠাৎ বইয়ে যায় ঝড়ো হাওয়া, উড়ে ধুলাবালু। রিপোর্টটি লেখা পর্যন্তও বৃষ্টি হচ্ছে।
আবহাওয়াবিদরা বলছেন, থেমে থেমে এই বৃষ্টি চলবে রাত পর্যন্ত। ঢাকার দিকে একটি বড় মেঘমালা এগিয়ে আসছে। এদিকে ঈদ সমাগত। তার ওপর ছুটির দিন হওয়ায় বিপণিবিতানগুলোতে ঈদের কেনাকাটার ভিড় ছিল। কেনাকাটা করতে আসা নগরবাসীকেও প্রচণ্ড ভোগান্তিতে ফেলে বৃষ্টি।