ভারতীয় ইতিহাসে মোঘল সম্রাটদের খলনায়ক হিসেবে দেখানোর প্রবণতা শুরু হয়েছে। তবে মোঘলদের প্রশংসাও করছেন অনেকে। এবার এ তালিকায় যোগ দিলেন বলিউডের শক্তিশালী অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিতর্কে মুখ খোলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, জি ফাইভের ওয়েব সিরিজ ‘তাজ ডিভাইডেড বাই ব্লাড’-এ মোঘল সম্রাট আকবরের চরিত্রে অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ। সেই সিরিজের প্রসঙ্গ উঠতেই নাসিরের মুখে উঠে এল মোঘলদের কথা।
প্রসঙ্গত, কয়েকমাস আগে ‘কচ্ছ এক্সপ্রেসে’র প্রচার অনুষ্ঠানে, ‘পাঠান’ ছবি ঘিরে বিতর্ক নিয়ে নাসিরুদ্দিন শাহের স্ত্রী রত্না পাঠককে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘নাসিরুদ্দিনকে কোনো রকম মন্তব্য করতে দিই না। কে জানে কোন মন্তব্য থেকে কোন বিপদ চলে আসে। অশান্তি ভালো লাগে না।’
রত্নার দাবি, ‘হিংসার যে পরিমণ্ডল দেখতে পাচ্ছি, কেউ বাড়িতে এসে পাথর ছুঁড়ে মারতে পারে। কিছুই অসম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘এখনকার সময়ে এমনিতেই কাজ পাওয়া কঠিন হয়ে গিয়েছে। কারণ একাধিক। তবু সতর্ক থাকতে হবে। তাই বলে ভয় পেলেও চলবে না। আমার স্বামীকে সাবধানে থাকতে বলি সবসময়। চুপ করে থাকাই শ্রেয়।’