রবিবার, ০৭:১১ পূর্বাহ্ন, ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

আজ থেকে শুরু কোক স্টুডিও’র দ্বিতীয় সিজন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬০ বার পঠিত

গেল বছর বাংলাদেশে যাত্রা শুরু করে ‘কোক স্টুডিও’র বাংলা ভার্সন। শুরুতেই চমক দিয়ে দেশের শ্রোতাদের মন জয় করে নেয় অনুষ্ঠানটি। দারুণ জনপ্রিয়তা পায় অনুষ্ঠানের প্রতিটি গান। বিশেষ করে প্রথম সিজনের ‘নাসেক নাসেক’ গানটি আজও সবার মুখে মুখে। নানান আমেজের গানের সঙ্গে বৈচিত্র্যময় সুর ও বাদ্যযন্ত্রের ফিউশনে মুগ্ধতা ছড়িয়েছে ‘কোক স্টুডিও বাংলা’।

সেই রেশ নিয়ে আবারও শুরু হচ্ছে ‘কোক স্টুডিও বাংলা’র নতুন সিজন। আজ বিশ্ব ভালোবাসা দিবসে তিন অঞ্চলের ভাষার গান দিয়ে শুরু হবে নতুন সিজন। এটি সম্পূর্ণ মৌলিক। যার শিরোনাম ‘মুড়ির টিন’। চট্টগ্রামের ভাষার গানটির সঙ্গে শ্রোতারা মুগ্ধ হবেন সিলেট ও খুলনার ভাষায় র‍্যাপের তালে তালে। গানটিতে কণ্ঠ দিয়েছেন রিয়াদ, পল্লব ও তৌফিক।

এর আগে, গেল ৩১ জানুয়ারি দ্বিতীয় সিজনের লোগো উন্মোচন করে ‘কোক স্টুডিও বাংলা’র ফেসবুক পেজে। সেখানে বলা হয়- অনেক অপেক্ষার পর আমরা আবার আসছি নতুন সিজন নিয়ে, নতুন গানের সঙ্গে। রেডি তো দ্বিতীয় সিজনের জন্য?
এরপর ১ ফেব্রুয়ারি একটি পারফরম্যান্সের ছোট্ট অংশ প্রকাশ করা হয়। যেখানে বিভিন্ন বাদ্যযন্ত্রশিল্পীর সঙ্গে এক ঝলক দেখা যায় অর্ণবকে। কোক স্টুডিও বাংলার এই সিজনেও সংগীত প্রযোজক হিসেবে থাকছেন শায়ান চৌধুরী অর্ণব।

জানা গেছে, এবারের সিজনে মোট ১৩টি গান থাকবে। তার মধ্যে বিশেষ চমক নিয়ে আসবেন রুনা লায়লা। তিনি ফিউশন আর নানানরকম বাজনার তালে গাইবেন তার কালজয়ী ‘মাসকালান্দার’ গানটি।

এছাড়া এবারের আয়োজনে থাকবে অর্ণব ও সুনিধি নায়েক দম্পতি গান। থাকবে প্রীতম হাসান, ফুয়াদ আল মুক্তাদীর, ইমন চৌধুরী, মেঘদলের গানও।

কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উপভোগ করা যাবে সবগুলো গান। পাশাপাশি গানগুলো দেখা যাবে দীপ্ত টিভিতেও।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com