গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে রাজধানীতে আগামী ৯ ও ১২ ফেব্রুয়ারি দুদিন পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ মঙ্গলবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে গোপীবাগ মাঠ থেকে জাতীয় প্রেসক্লাব এবং ১২ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে শ্যামলী মাঠ থেকে বছিলা পর্যন্ত এই পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে।