শুক্রবার, ০২:২৭ অপরাহ্ন, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

বিজিবির অভিযানে প্রায় ১০৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩
  • ৮২ বার পঠিত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত বছরের ডিসেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১০৬ কোটি ৯২ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য, মাদকদ্রব্য, অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে।
জব্দকৃত মাদক দ্রব্যের মধ্যে রয়েছে দুই লাখ ৮২ হাজার ৭০৯ পিস ইয়াবা ট্যাবলেট, ছয় কেজি ৩৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১৪ হাজার ৩২৬ বোতল ফেনসিডিল, ২৩ হাজার ৮১৬ বোতল বিদেশী মদ, দুই হাজার ৭২৯ ক্যান বিয়ার, দুই হাজার ৬৯৬ কেজি গাঁজা, ১৪ কেজি হেরোইন, ২২ হাজার ৭৬২টি ইনজেকশনসহ বিভিন্ন ধরনের ট্যাবলেট।

জব্দকৃত চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে সাত কেজি ০৬৩ গ্রাম স্বর্ণ, ১৭ কেজি ৩০০ গ্রাম রূপা, এক লাখ ৭৮ হাজার ৭০৩টি কসমেটিক্স, ছয় হাজার ৫৩৮টি ইমিটেশন গহনা, ১২ হাজার ৯৮৭টি শাড়ি, তিন হাজার ৫৫টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, দুই হাজার ৩৫৯টি তৈরি পোশাক, দুই হাজার ৩৪০ ঘনফুট কাঠ, পাঁচ হাজার ৫৩ কেজি চা পাতা, এক লাখ ১৬ হাজার ৪১০ কেজি কয়লা, ছয় হাজার ১০ ঘনফুট পাথর, একটি কষ্টি পাথরের মূর্তি, ৯৮ কেজি কচ্ছপের হাড়, ৪১৯ কেজি কারেন্ট জাল, এক হাজার ৩১৩ কেজি কীটনাশক, আটটি ট্রাক, ৯টি পিকআপ, ২৪টি সিএনজি-ইজিবাইক এবং ৫৫টি মোটরসাইকেল।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি পিস্তল, একটি বন্দুক, ছয়টি গান, ছয়টি ককটেল, একটি আর্টিলারী গোলা, পাঁচ হাজার ১৪ রাউন্ড গুলি এবং ২৯৫ কেজি ৬৫০ গ্রাম বিস্ফোরক সদৃশ বস্তু।

এছাড়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৫৫ জন, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অপরাধে ৩৮ জন বাংলাদেশি ও তিনজন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com