এশিয়া কাপের এবারের আসরে ভারত-পাকিস্তান নিজেদের মধ্যে খেলেই অভিযান শুরু করেছিল। গত রোববার দুবাইয়ে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারায় ভারত। তবে এই আসরেই দুই দলের মধ্যে আরও দু’বার ম্যাচ হতে পারে।
টুর্নামেন্টে দুটি গ্রুপ থেকে সমান দুটি করে দল সুপার ফোরে উঠবে। পাকিস্তানকে হারিয়ে ইতোমধ্যে পরের পর্বে এক পা দিয়ে রেখেছে ভারত। ‘এ’ গ্রুপের তৃতীয় দল হংকং। এই দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ভারত ও পাকিস্তান দুই দলই জিতবে এটা ধরেই নেওয়া যায়। ফলে তিন দলের গ্রুপ থেকে ভারত ও পাকিস্তান পরের পর্বে চলে যাবে।
এদিকে এই আসরে তৃতীয়বারও দেখা হতে পারে ভারত-পাকিস্তানের। সুপার ফোরের সেরা দুই দল ফাইনালে উঠবে। যদি সেই তালিকায় ভারত ও পাকিস্তান থাকে তা হলে দুই দল ১১ সেপ্টেম্বর ফাইনালে ফের মুখোমুখি হবে।