আজ শনিবার সকাল ১০টায় মেঘনার গাজীপুর চর পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের লাশ সন্ধ্যায় উদ্ধার করেছে নৌ পুলিশ।
ভোলা নৌ পুলিশের ইনচার্জ মোঃ আকতার হোসেন বলেন, ‘সকালে একটি বাল্কহেড মেঘনা নদীতে ড্রেজিংয়ের কাজ করছিলো। এসময় হঠাৎ করেই বাল্কহেডের তলা ফেটে যায়। বাল্কহেডের গেটে পানি প্রবেশ করলে শ্রমিকরা পানিতে লাফিয়ে পড়ে। কিন্তু রান্না ঘরে থাকায় একজন শ্রমিক বের হতে পারেনি।’
তিনি জানান, বাল্কহেডটি নদীতে ডুবে গেলে ওই শ্রমিক নিখোঁজ ছিলো। সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে নৌ পুলিশ। আগামীকাল রোববার সকাল থেকে বাল্কহেডটি উদ্ধার কাজ শুরু হবে।