বুধবার, ০২:৫৪ অপরাহ্ন, ২২ জানুয়ারী ২০২৫, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

বিয়ানীবাজার পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৪১ বার পঠিত

সিলেটের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুকুল হক বিজয়ী হয়েছেন। পৌরসভার ১০টি কেন্দ্রের সবকটি কেন্দ্র মিলিয়ে চামচ প্রতীক নিয়ে তিনি ৩ হাজার ৫৬৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবদুস শুকুর পেয়েছেন ২ হাজার ৪৮ ভোট।

বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার সবকটি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ হয়। বৃষ্টি উপেক্ষা করে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিয়ানীবাজারের ভোটাররা এই প্রথমবারের মতো ইভিএমে ভোট দেন। তাই ভোট নিয়ে ভোটারদের মধ্যে বেশ কৌতূহল দেখা গেছে।

এছাড়া বেসরকারি ফলাফল অনুযায়ী পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য মেয়র প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী তফজ্জুল হোসেন (জগ) ১ হাজার ৩৪৬ ভোট, আবদুস ছবুর (মোবাইল) ১ হাজার ২৯৩ ভোট, আবদুস সামাদ আজাদ (হ্যাঙ্গার) ৭৩৪ ভোট, আহবাব হোসেন সাজু (কম্পিউটার) ৭০৯ ভোট, আবদুল কুদ্দুস টিটু (হেলমেট) ৬৩২ ভোট, মো. অজি উদ্দিন (নারিকেল) ১৮৭ ভোট, জাতীয় পার্টির মো. সুনাম উদ্দিন (লাঙল) ৯৫ ভোট ও কমিউনিস্ট পার্টির আবুল কাশেম (কাস্তে) ৬৭ ভোট পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com