পটুয়াখালীতে এসএ ট্রাভেল নামের একটি পরিবহন ও নসিমন থেকে এক হাজার ৪৪০ কেজি জাটকা (ছোট ইলিশ) জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাত ১১টার দিকে পটুয়াখালী সেতুর টোল প্লাজা থেকে এগুলো জাটকা জব্দ করেন র্যাব-০৮ এর সদস্যরা।
জাটকা পরিবহনের দায়ে এসএ ট্রাভেলের সুপার ভাইজার আতিকুর রহমান পলাশকে পাঁচ হাজার টাকা এবং নসিমনের চালক দ্বীন-ইসলাম দুই হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত জাটকা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন মাহমুদের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরণ করা হয়।