ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডোমিনিকার উইন্ডসর পার্কে বাংলাদশের ব্যাটসম্যানরা যখন উইকেটের মিছিল নিয়ে আত্মহুতি দিচ্ছে সেখানে ব্যতিক্রম ছিলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইনিংসের দ্বিতীয় ওভারে ক্রিজে এসে ছিলেন শেষ পর্যন্ত। গড়লেন টি-টোয়েন্টি ক্রিকেটে এক বিরল কীর্তি। যাতে শুধু সাকিবেরই নাম।
উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে দুই হাজার রান অতিক্রম করেন সাকিব। এ ছাড়া বল হাতে আগেই ১০০ উইকেট অতিক্রম করেছিলেন। বিশ্ব ক্রিকেটে একমাত্র সাকিবই দুই হাজার রানের পাশাপাশি শতউইকেট নিতে পেরেছেন।
এদিকে উইন্ডিজের বিপক্ষে দলকে জেতাতে পারেননি। তবে সাকিবের ব্যাটেই ম্যাচে যা একটু লড়াই করেছে বাংলাদেশ। ইনিংসের ১৯তম ওভারে ওবেদ ম্যাকয়কে ছক্কা হাঁকিয়ে দুই হাজার রানে পা রাখেন সাকিব। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৫২ বলে ৬৮ রানে।
এর আগে বল হাতেও একটি উইকেট নেন সাকিব। সবমিলিয়ে ৯৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলে বিশ্বসেরা অলরাউন্ডারের নামের পাশে এখন ২০০৫ রান, উইকেট ১২০টি।
উল্লেখ্য, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবের এই অনন্য ডাবলের সবচেয়ে কাছাকাছি ছিলেন মোহাম্মদ হাফিজ। ২৫১৪ রানের সাথে ৬১টি উইকেট নিয়েছিলেন পাকিস্তান ক্রিকেটের প্রফেসর। এ বছরের শুরুতেই অবসর নিয়েছেন তিনি, ফলে সাকিবকে ছোঁয়ার প্রশ্নই উঠছে না।