তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, লবিস্ট নিয়োগসহ নিজেদের বিভিন্ন অপকর্ম ঢাকতে সার্চ কমিটিসহ সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলছে বিএনপি।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সার্চ কমিটি নিয়ে বিএনপির মন্তব্য সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির সদস্য নিয়ে বিএনপির বিরূপ মন্তব্য করার সুযোগ নেই। এই সরকারের অধীনে নির্বাচনে না যেতে পুরানো রাজনীতি শুরু করছে তারা।
‘‘বিএনপির মূল উদ্দেশ্য দেশবিরোধী ষড়যন্ত্র করা। দেশের ভাবমূর্তি নষ্ট ও বিদেশী সাহায্য বন্ধের সুপারিশের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির বিচার হওয়া উচিৎ।’’
দেশের অগ্রগতি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘এই সরকারের আমলে দেশের রপ্তানি বৃদ্ধি পেয়েছে। এটা কিন্তু এমনি এমনিই হয়নি। সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের ফলেই হয়েছে। সরকার যা করেছে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে করেছে।’