জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচি পালন করেছে জেলা ও মহানগর জাতীয় পার্টিসহ অঙ্গসংগঠন। বৃহস্পতিবার বিকেলে দর্শনাস্থ পল্লী নিবাস বাসভবনের পাশে এরশাদের সমাধিতে পুস্পার্ঘ্য অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করে, জেলা জাতীয় পার্টি, মহানগর জাতীয় পার্টি, মহানগর যুব সংহতি, জেলা যুব সংহতি, মহিলা পার্টি, শ্রমিক পার্টি, জাতীয় ছাত্র সমাজসহ বিভিন্ন অঙ্গসংগঠনেে নেতৃবৃন্দরা।
এরপর সেখানে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এসএম ইয়াসির, পীরগাছা উপজেলা চেয়ারম্যান আবু নাসের মোঃ মাহবুবার রহমান, জাপা নেতা মোক্কাম্মেল হক চৌধুরী, লোকমান হোসেন, নাজিম উদ্দিনসহ অন্যরা। বক্তারা হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ, চেতনাকে বুকে ধারণ করে জাতীয় পার্টির হারানো আসনগুলো পুনরুদ্ধার করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। এ সময় হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।