ঢাকা-মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রামদিয়া গ্রামের কামাল শেখের ছেলে হোসাইন শেখ (২৪) ও ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের জামাল হোসেনের ছেলে ইমন হোসেন (১৯)। এ ছাড়া চিকিৎসাধীন সোহেল মণ্ডল (৩২) একটি ট্রাকের চালক।
হাসাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম জানান, একটি ট্রাকের চাকা ফেটে যাওয়ায় রাস্তার পাশে দাঁড় করিয়ে সেটি মেরামত করছিলেন চালক ও সহযোগী। তখন পেছন দিক থেকে আরেকটি ট্রাক এসে ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে থেমে থাকা ট্রাকের চালক, সহযোগী আর অপর ট্রাকটির চালকের সহযোগী গুরুতর আঘাত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহত সোহেল মণ্ডল জানান, তিনি ফরিদপুর থেকে মালামাল নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন। তার সহযোগী ছিলেন হোসাইন। রাজেন্দ্রপুর আসার পর ট্রাকের সামনের চাকা ফেটে যায়। এ সময় রাস্তার পাশে ট্রাকটি দাঁড় করিয়ে তারা চাকা পাল্টানোর কাজ করছিলেন। এ সময় পেছন থেকে ওই ট্রাকটি এসে সজোরে তাদের ধাক্কা দেয়।
এ জাতীয় আরো খবর..