ওরসে যাওয়ার সময় টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপ ভ্যান খাদে পড়ে তিন নারী নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ১৫ জন।
আজ বুধবার দুপুরে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে আনালিয়াবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে হতাহতদের বাড়ি জামালপুরে বলে জানা গেছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি সফিকুল ইসলাম নয়া দিগন্তকে জানান, ২০/২২ জন নারী-পুরুষ আজ দুপুরে জামালপুর থেকে পিকআপ ভ্যানে সিরাজগঞ্জের এনায়েতপুরে ওরসে যাচ্ছিলেন। মাজারগামী পিকআপটি দুপুর ১টার দিকে কালিহাতীর আনালিয়াবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের দু’জন নারী যাত্রী নিহত হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান আরো একজন। এই ঘটনায় আহত হয় কমপক্ষে ১৫ জন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।