 
																
								
                                    
									
                                 
							
							 
                    কাবুলে ক্রিকেট ম্যাচ চলাকালীন বিস্ফোরণে আহত একাধিক। শুক্রবার আত্মঘাতী হামলায় হঠাৎ কেঁপে ওঠে কাবুলের আন্তর্জাতিক স্টেডিয়াম। এ সময় আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগের ম্যাচ চলছিল।
বন্দ-এ আমির ড্রাগনস বনাম পামির জালমির মধ্যে ম্যাচ চলাকালীন এই বিস্ফোরণটি ঘটেছে। যখন এই বিস্ফোরণটি ঘটে, এ সময় স্টেডিয়ামে জাতিসঙ্ঘের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে কাবুলের ক্রিকেট স্টেডিয়ামে আত্মঘাতী বিস্ফোরণ ঘটছে। ম্যাচ চলাকালীন দর্শকদের মধ্যেই এই বিস্ফোরণ ঘটেছে। যদিও এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে গত বুধবার কাবুলের একটি গুরুদ্বারের কাছে একটি বিস্ফোরণ ঘটেছিল। সেই ঘটনার ২ দিন পরে এবার কাবুল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আত্মঘাতী বিস্ফোরণ ঘটল।
গত জুন মাসে কাবুলের বাঘ-এ বালা অঞ্চল বেশ কয়েকটি বিস্ফোরণে কেঁপে উঠেছিল। এই বিস্ফোরণে দুজন প্রাণ হারিয়েছেন। এরমধ্যে একজন শিখ সম্প্রদায়ের সদস্য ছিলেন।
সূত্র : আনন্দবাজার