মঙ্গলবার, ০৪:৫৬ পূর্বাহ্ন, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব ইসলামী আন্দোলনের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১১ বার পঠিত

বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’ নামকরণের প্রস্তাব দিয়েছে তারা।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে ইসলামী আন্দোলনের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত হয়ে এ প্রস্তাবনা জমা দেয়। জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান আলী রীয়াজ তাদের প্রস্তাব গ্রহণ করেন।

লিখিত মতামতে দলটির পক্ষ থেকে বলা হয়, ‘রাষ্ট্রের নামের মধ্যে যেন জনগণের কল্যাণ নিশ্চিত করার দর্শন প্রতিফলিত হয়, সে জন্য ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’ নামটি প্রস্তাব করছি আমরা।’

ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেন. শুদ্ধাচার, জবাবদিহিতা, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ চারটি প্রস্তাবনা জমা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুর্নীতি-দুঃশাসন রোধে শরিয়া আইন তৈরি করতে হবে। শরিয়া আইন নিয়ে বিএনপি একমত প্রকাশ করেছেন বলেও জানান তিনি।

প্রতিনিধিদলে আশরাফ আলী আকন ছাড়া আরও ছিলেন দলটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com