অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড এবং অর্থনীতিতে অর্জনের জন্য আইএমএফ সন্তুষ্ট।
আজ রবিবার সচিবালয়ে আইএমএফ মিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, ‘জুনের মধ্যে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের পরবর্তী চতুর্থ এবং পঞ্চম কিস্তি একসঙ্গে পাওয়া যাবে।’
আইএমএফের গবেষণা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা ক্রিস পাপাজর্জিওর নেতৃত্বে আজ থেকে ২ সপ্তাহের জন্য বাংলাদেশ সফর করছে একটি প্রতিনিধিদল।
আজ সকালে প্রথম বৈঠকটি হয়েছে অর্থ সচিবের সঙ্গে। সফরকালে আইএমএফ কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংক, এনবিআর, জ্বালানি ও বিদ্যুৎ বিভাগসহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করবেন।