বৃহস্পতিবার, ১২:২৩ পূর্বাহ্ন, ২০ মার্চ ২০২৫, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

হাসপাতালের বিলবোর্ডে হঠাৎ ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ফিরবে’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৬ বার পঠিত

সাতক্ষীরায় এবার একটি ক্লিনিকের বিলবোর্ডে হঠাৎ ভেসে উঠল ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আওয়ামী লীগ আবার ফিরবে’। গতকাল সোমবার রাত ৯টার দিকে শহরের খুলনা রোডের মোড়ে গ্রিন লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বিলবোর্ডে এ লেখা ভেসে ওঠে।

বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পার্শ্ববর্তী সদর হাসপাতাল মসজিদে তারাবি নামাজ চলাকালে রাত ৯টার দিকে এ লেখা ভেসে ওঠে। লেখাটি দেখতে পেয়ে উৎসুক জনতা ভিড় জমায়। মুহূর্তে খবরটি জেলা শহরে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা সমন্বয়ক আরাফাত হোসেন, সদস্যসচিব সোহাহিল মাহাদিনসহ অন্যরা এসে উপস্থিত হন।

তারা ক্লিনিকে ঢুকে কর্মরত নার্সদের সঙ্গে কথা বলার মুহূর্তে কর্তব্যরত ডিজিটাল মার্কেটিংয়ের দায়িত্বে থাকা একজন বিলবোর্ডের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তী সময়ে ছাত্র সমন্বয়করা ক্লিনিকের ফটকে তালা লাগিয়ে দেন।এ সময় তারা আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন।

পরে ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হকসহ পুলিশের একটি দল। তারা ক্লিনিকটির গেট খুলে কর্তব্যরত ডা. নয়ন মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। এ সময় বিলবোর্ডটি জব্দ করা হয়।

এ সময় ওসি শামিনুল হক বলেন, ‘আকস্মিক এ ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, অধিকতর তদন্তের স্বার্থে নয়ন মজুমদারকে আমরা নিয়ে যাচ্ছি।’

উল্লেখ্য, খুলনা রোডের মোড়ে গ্রীন লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারটি গত ১০/১২ দিন আগে চালু করা হয়েছে। এ কারণে এখনো সেখানে কোনো রোগী ভর্তি হয়নি।

এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। কেউ একে ডিজিটাল বিলবোর্ড হ্যাকিং বলে সন্দেহ করছেন, আবার কেউ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচার বলেও মনে করছেন। তবে এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com