জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল দীর্ঘ ১৭ বছর পর নির্বাচন কমিশন ভবনে বৈঠকে বসেছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল ইসিতে পৌঁছায়।
জানা গেছে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সংস্কারে নানা দিক নিয়ে আলোচনা করবেন তারা।
এছাড়াও ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচনী আসনের পুনর্বিন্যাস নিয়েও আলোচনা করবে জামায়াতের প্রতিনিধি দল। জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়েও সুনির্দিষ্ট আলোচনা করবে দলটি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ইসির সঙ্গে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার বিষয়ে মতবিনিময় হয়েছে। সক্ষমতা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হয়েছে। আমরা ২৩ দফা দাবি জানিয়েছি। বিশেষ করে সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সংস্কার ছাড়া নির্বাচন করলে অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে না। সেই সময় দিতে জামায়াত প্রস্তুত।
জামায়াত সেক্রেটারি বলেন, ৩০০ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে জামায়াত। প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ জামায়াতের নিবন্ধনের বিষয় আদালতে পেন্ডিং আছে। আমরা আশা করি ন্যায়বিচার পাব এবং দাঁড়িপাল্লা প্রতীক পাব।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে সব কমিশনাররা এই বৈঠকে অংশ নিয়েছেন। এরআগে নতুন কমিশন দায়িত্ব নেয়ার পর গত ৯ ফেব্রুয়ারি বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন।