বিএনপি মিডিয়া সেল আহবায়ক জহির উদ্দিন স্বপন ও সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি দুজনই গ্রেপ্তার গত তিন মাসের অধিক সময় যাবৎ। উল্লেখ্য, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের বেশ কয়েকদিন আগে। আর জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার করা হয় পুলিশ কর্তৃক ২৮ অক্টোবরের মহাসমাবেশ পণ্ড করে তাদেরই ষড়যন্ত্রমূলকভাবে দায়েরকৃত মামলায়। বর্তমানে দুজনই একাধিক মামলায় কাশিমপুর কারাগারে বন্দী।
![](https://somoyerkonthodhoni.com/wp-content/uploads/2024/02/received_364274226395294-1-e1707560470739.jpeg)
শুক্রবার, ফেব্রুয়ারি ৯, ২০২৪, এই দুই নেতার পরিবারের খোঁজখবর নিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং জিয়া শিশু একাডেমী’র মহাপরিচালক এম.হুমায়ুন কবির তাদের বাসায় যান। নেতৃবৃন্দ বিএনপির এই কেন্দ্রীয় দুই নেতার পরিবারের সার্বিক খোঁজখবর নেন।
এসময় তাঁরা কারাবন্দী নেতৃবৃন্দের উপস্থিত পরিবারের সদস্যদের সাথে যেকোনো পরিস্থিতিতে দল তাদের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ জাতীয় আরো খবর..