সোমবার, ১০:৪২ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৫, ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন গৃহযুদ্ধের মাঝেই মিয়ানমারে নির্বাচন, কী চাইছে জান্তা? ডাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল তৈরি করা হয়েছে: উমামা ফাতেমা ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলার আবেদন হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে মাই টিভির চেয়ারম্যান সাথী এস এম মনিরুজ্জামান মনির বাউরগাতী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সংসদীয় আসনের সীমানা নির্ধারণের শুনানি শুরু ২৪ আগস্ট ১৮ বছর আগে বরখাস্ত হওয়া ৩২৮ কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ নতুন বিতর্কের মুখে জুলাই শহীদদের ফ্ল্যাট প্রকল্প জুলাই হত্যাযজ্ঞ : শেখ হাসিনা-কামালের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

“বলে নয় করে দেখাব” স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : সোমবার, ২ মে, ২০২২
  • ১৯৯ বার পঠিত

স্বেচ্ছায় জনহিতকর কাজে জড়িত কাজকে আমরা সামাজিক ভাবে স্বেচ্ছা সেবী কাজ বলে থাকি৷ আর সাংগঠনিকভাবে পরিচালিত এরকম কর্মকান্ডকে আমরা বলি স্বেচ্ছাসেবী সংগঠন৷

নবীজী মুহাম্মদ (স.) কর্তৃক প্রতিষ্ঠিত হিলফুল ফুজুল সেই ১৪০০ বছর আগেই হতদরিদ্র মানুষকে বিভিন্ন ভাবে সহায়তা করে মানবিকতার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন৷ কালের বিবর্তনে সময়ের প্রয়োজনে অসংখ্য সুহৃদ মানবসন্তান বৃহৎ অথবা ক্ষুদ্র পরিসরে স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করে গেছেন৷ আমরা অক্সফাম ইন্টারন্যাশনাল, লায়ন্স ক্লাব ইন্টান্যাশনাল অথবা আমাদের দেশে পরিচালিত বিদ্যানন্দ ফাউন্ডেশনের মত স্বেচ্ছাসেবী সংগঠনের কথা হরহামেশাই পত্রিকায় পেয়ে থাকি৷ আজ আমরা এরকম একটি ভলান্টিয়ার অর্গানাইজেশনের কথাই বলব যেটি ‘বলে নয় করে দেখাব’ নামে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

 

বলে নয় করে দেখাব ২০১৬ সাল হতে তাদের জনহিতকর কাজ করে আসছে৷ কার্যক্রম শুরুর প্রথম পর্যায়ে ঈদুল ফিতর ও ঈদুল আযহাতে দুঃস্থ- অসহায় এবং সমাজের বঞ্চিত মানুষদের ইদ উদযাপনে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে ইদের আনন্দ ভাগাভাগি করে নিত৷ তখন ৪০-৫০ জন মানুষকে ইদ সামগ্রী বিতরণ করা হলেও এখন সংখ্যাটি ২০০ জনে দাড়িয়েছে৷ ইদ ছাড়াও সংগঠনটি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে৷ বিশেষ করে করোনা মহামারিতে তারা  নিত্যপ্রয়োজনীয় জিনিস নিয়ে নিম্ন আয়ের কর্মজীবী মানুষদের পাশে দাঁড়িয়েছে৷ এছাড়াও সংগঠনটি বিভিন্ন সময়ে রক্তদান ও যৌতুক বিরোধী প্রচারণা চালিয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি করেছে৷

সংগঠনটি প্রতিষ্ঠায় অগ্রগামী ভূমিকা পালন করেন তৎকালীন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী এস এম মেহেদি হাসান মুরাদ ৷ তার একান্ত প্রচেষ্টায় ও কঠোর পরিশ্রম এবং তার বন্ধুমহল ও কর্মপ্রিয় অনুজদের সহযোগিতায় সংগঠনটি আজ বরিশাল জেলার গৌরনদি থানায় একটি সুপরিচিত স্বেচ্ছাসেবী সংগঠন৷

 

শুরুর দিকে সংগঠনটির তহবিলের উৎস মূলত ছিল স্বেচ্ছাসেবীদের নিজস্ব অর্থায়ন৷ তাছাড়া স্বেচ্ছাসেবীদের পরিচিত অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং চাকুরীজীবীরা সংগঠনে বিভিন্ন সময়ে অর্থ প্রদান করছেন৷ এদের মধ্যে একজন সুহৃদ হলেন অস্ট্রেলিয়ান প্রবাসী জনাব জাকির হোসেন৷ তিনি এ্যাকশন ফর হিউম্যান রাইটস এর পক্ষ হতে সহযোগিতার হাত বাড়ান৷ জাকির হোসেন অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট কুইন্সল্যান্ড সিটিতে বসবাসরত রয়েছেন৷ তিনি বাংলাদেশে এবং প্রবাসে বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছেন৷

আর শুরু থেকেই সংগঠনটির সার্বিক সহযোগিতায় ছিলেন হংকং প্রবাসী দিদার সরদার৷ তিনি একাধারে সম্পাদক ও প্রকাশক – সময়ের কণ্ঠধ্বনি; ক্লাব ডাইরেক্টর- ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব,৩১৫ বি -১, বাংলাদেশ; প্রতিষ্ঠাতা -আহবায়ক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠক(UAHR); পরিচালক ও উপদেষ্টা জাতীয় কবি পরিষদ (জাকপ)। এছাড়াও তিনি আরো কিছু সুপরিচিত সংগঠনের সংগঠক এবং কার্যকরী সদস্য৷ তাদের সহযোগিতায় ৭ম বারের মত “বলে নয় করে দেখাব” তাদের ঈদ সামগ্রী বিতরণের কার্যক্রম সম্পন্ন করতে যাচ্ছে৷

বলা হয়ে থাকে কীর্তিমানের মৃত্যু নাই৷ এই কর্পোরেট যুগে এসেও, চরম মাত্রায় ব্যস্ততা এবং প্রতিযোগিতার মাঝেও মানুষ মানুষকে নিয়ে ভাবছে; নিম্নস্তরের মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করছে৷ তাইতো পৃথিবীটা আজও বাসযোগ্য৷ সুকান্ত ভট্টাচার্য্য হয়ত বাসযোগ্য পৃথিবী বলতে ভেদাভেদ শুন্য পৃথিবীর কথাই বলে গিয়েছেন৷ সমাজের বিত্তবানদের প্রতক্ষ  সহযোগিতায় এবং যুবকদের উদ্যমে স্বেচ্ছাসেবী কার্যক্রম এভাবেই অগ্রসরমান থাকুক৷ গড়ে উঠুক বাসযোগ্য পৃথিবী; এগিয়ে যাক বলে নয় করে দেখাবর মত স্বেচ্ছাসেবী সংগঠন৷

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com