মৌসুমের শুরুটা দুর্দান্ত হলো রিয়াল মাদ্রিদের। উয়েফা সুপার কাপে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতল কার্লো আনচেলত্তির শিষ্যরা।
বুধবার রাতে ফিনল্যান্ডের হেলসিংকিতে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলটির হয়ে একটি করে গোল করেন দাভিদ আলাবা ও করিম বেনজেমা।
লিগে আগামী রোববার আলমেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে রিয়াল।