চলতি মাসেই বঙ্গোপসাগর এলাকায় আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে আশঙ্কার করছে আবহাওয়া অধিদপ্তর। নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, চলতি নভেম্বরে বঙ্গোপসাগর এলাকায় দুটি থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এ ছাড়া এ মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। চলতি মাসে দেশের কোথাও কোথাও এবং নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
অন্যদিকে নভেম্বরে দেশের প্রধান নদ-নদীগুলোয় স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। এ ছাড়া দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ মিলিমিটার থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার থাকতে পারে এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ৫ দশমিক ৫ থেকে ৭ দশমিক ৫ ঘণ্টা থাকতে পারে।