এক সপ্তাহের সংঘাতের পর অবশেষে পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধবিরতি হয়েছে।বুধবার গভীর রাতে আফগানিস্তান ও পাকিস্তানের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। আগামী ৪৮ ঘণ্টা এই যুদ্ধবিরতি থাকবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
ইসলামাবাদ সময় সন্ধ্যা ৬টায় যুদ্ধবিরতি শুরু হয়। উভয় পক্ষই দাবি করেছে, সহিংসতার তীব্রতা বন্ধ করতে তারা একটি যুদ্ধবিরতির জন্য প্রতিপক্ষের কাছে অনুরোধ করে।
পাকিস্তান জানিয়েছে, যুদ্ধবিরতি ৪৮ ঘণ্টা স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই সময়ের মধ্যে, উভয় পক্ষ গঠনমূলক সংলাপের মাধ্যমে এই জটিল, কিন্তু সমাধানযোগ্য সমস্যার ইতিবাচক সমাধান খুঁজে বের করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করবে।
তালেবান সরকার জানিয়েছে, তারা আফগান সেনাবাহিনীকে যুদ্ধবিরতি মেনে চলার নির্দেশ দিয়েছে, ‘যদি না বিরোধী পক্ষ এটিকে লঙ্ঘন করে।’ তালেবানের একজন মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একথা জানান।
দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে এক সপ্তাহের সহিংসতার পর এই অস্থায়ী যুদ্ধবিরতি শুরু হয়েছে। তালেবানরা পাকিস্তানের সঙ্গে তাদের দক্ষিণাঞ্চলীয় সীমান্তের কিছু অংশে আক্রমণ শুরু করে, যার ফলে ইসলামাবাদ তাদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ইসলামাবাদ অভিযোগ করেছে, আফগানিস্তান তার মাটিতে পাকিস্তানি তালেবান (টিটিপি) নেতৃত্বাধীন জঙ্গি গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে। কাবুল বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।