আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সহোদর শাহাদাত হোসেনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মোট ৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ডিবি সূত্রে জানা গেছে, এক বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে ওবায়দুল কাদেরের সহোদর শাহাদাত হোসেন ছাড়াও কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও আটজন নেতাকর্মী রয়েছেন।
তবে তাদের ঠিক কী কারণে গ্রেপ্তার করা হয়েছে বা তাদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে কিনা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে ডিবির পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এ জাতীয় আরো খবর..