রবিবার, ০৫:১০ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

মেসির পেনাল্টি মিসের দিনে মায়ামির বড় হার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫ বার পঠিত

সবশেষ ২০২২ সালের বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে পেনাল্টিতে গোল আদায় করতে ব্যর্থ হয়েছিলন মেসি। এরপর সাফল্যযাত্রা চললেও আজ রবিবার সকালে আবারও পেনাল্টি মিস করেছেন তিনি। মেজর লিগ সকারের ম্যাচে শার্লট এফসির বিপক্ষে তার পেনাল্টি মিসের ম্যাচে ৩-০ গোলে উড়ে গেছে ইন্টার মায়ামি।

মেসি পেনাল্টিতে গোল মিস করেন ম্যাচের ৩২তম মিনিটে। পেনাল্টি আদায়ও করেছিলেন তিনি। তাকে ফাউল করায় ভিএআর দেখে পেনাল্টি দিলেন রেফারি। মেসির পানেনকা শটের প্রস্তুতি বুঝে ফেলেছিলেন শার্লটের গোলকিপার। তাই কোনো পাশে ডাইভ না দিয়ে তিনি দাঁড়িয়ে রইলেন মাঝামাঝিই। সহজেই ধরে ফেলেন শট।

লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডাসের কাছে একই ব্যবধানে হারার পর আন্তর্জাতিক বিরতি শেষে লিগে এটিই ছিল মায়ামির প্রথম ম্যাচ। ফেরার ম্যাচেই ধাক্কা খেল দলটি। শার্লটের হয়ে তিনটি গোল দেন ইসরায়েলের ২১ বছর বয়সী উইঙ্গার ইদান তোকলোমাতি। ক্যারিয়ারের এটি তার প্রথম হ্যাটট্রিক।

মেসির পেনাল্টি মিসের দুই মিনিটের মাথায়ই প্রথম গোল দেন তোকলোমাতি। প্রথমার্ধে ওই এক গোলই আসে। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই ব্যবধান বাড়িয়ে নেন এই উইঙ্গার। ৭৯ মিনিটের পর দশ জনের দলে পরিণত হয় মায়ামি। শেষ গোলটি মেসির দল হজম করে ৮৪তম মিনিটে। সের্হিও বুসকেতসের ফাউলে পেনাল্টি পায় শার্লট। কাজে লাগিয়ে হ্যাটট্রিকের আনন্দে মেতে ওঠেন তোকলোমাতি।

মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ৪৬ পয়েন্ট নিয়ে আপাতত আট নম্বরে আছে মায়ামি। যদিও মেসিরা ম্যাচ খেলেছেন ২৬টি। ৩০ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শার্লটের অবস্থান এখন তৃতীয়। ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com