গত মৌসুমের ফর্ম যেন একটুও হারাননি কিলিয়ান এমবাপ্পে। নতুন মৌসুমেও নিজেকে তুলে ধরেছেন দুর্দান্ত ফিনিশিংয়ে। এবার লা লিগায় রিয়াল ওভেইদোর বিপক্ষে জোড়া গোল করেছেন ফরাসি ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে বদলি নেমে তার এক গোলে সহায়তা করেছেন ভিনিসিউস জুনিয়র, যিনি নিজেও শেষ মুহূর্তে পেয়েছেন জালের দেখা। এমবাপ্পে-ভিনিসিউসের দাপুটে পারফরম্যান্সে প্রতিপক্ষকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।
রবিবার রাতে ওভেইদোর মাঠে খেলা ম্যাচে শুরুর একাদশে বেশ কিছু পরিবর্তন আনেন কোচ জাবি আলোনসো। প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পান ফ্রাঙ্কো মাস্তানতুইয়ানো। আগের ম্যাচে বেঞ্চে থাকা রদ্রিগো ফেরেন মূল একাদশে। অধিনায়ক দানি কার্ভাহাল ও রুডিগারও থাকেন একাদশে, জায়গা হারান ভিনিসিউস, ব্রাহিম দিয়াস, এদের মিলিতাও ও ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড।
২৪ বছর পর লা লিগায় ফেরা ওভেইদোর বিপক্ষে তৃতীয় মিনিটেই প্রথম সুযোগ তৈরি করে রিয়াল, তবে গোলরক্ষক এস্কান্দেলের বাধায় রদ্রিগোর শট লক্ষ্যভ্রষ্ট হয়। বল দখলে এগিয়ে থাকলেও পরিষ্কার সুযোগ তৈরি করতে শুরুতে ভুগছিল মাদ্রিদ, ওভেইদোও পাল্টা আক্রমণে চাপ তৈরির চেষ্টা করছিল। ম্যাচের ৩৬তম মিনিটে রদ্রিগোর এক জোরালো শট ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক, ফিরতি বলে মাস্তানতুইয়ানো ও গিলের শটও গোললাইন থেকে ক্লিয়ার করেন ওভেইদোর ডিফেন্ডাররা।
এর দুই মিনিট পরই গোলের দেখা পায় রিয়াল। অহেলিয়া চুয়ামেনির দুর্দান্ত ট্যাকল থেকে বল পেয়ে গিলের এগিয়ে দেন এমবাপেকে। দুই ডিফেন্ডারকে চমৎকারভাবে এড়িয়ে দূরের পোস্ট দিয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন ফরাসি তারকা। পরপর দুই ম্যাচে গোল করলেন তিনি, ওসাসুনার বিপক্ষে আগের জয়েও ছিল তার গোল।
দ্বিতীয়ার্ধে খেলার গতি বাড়াতে ৬৩তম মিনিটে রদ্রিগো ও মাস্তানতুইয়ানোর পরিবর্তে মাঠে নামানো হয় ভিনিসিউস ও ব্রাহিম দিয়াসকে। এরপরই শুরু হয় রিয়ালের আরও তীব্র আক্রমণ। ৬৬তম মিনিটে ফেদেরিকো ভালভের্দে একটি সুযোগ হাতছাড়া করেন, তার শট পোস্ট ঘেঁষে বাইরে যায়।
৮৩তম মিনিটে মাঝমাঠ থেকে বল কাড়িয়ে দুর্দান্তভাবে এগিয়ে যান ভিনিসিউস। সামনে ডিফেন্ডার দেখেই শট না নিয়ে পাস বাড়ান এমবাপেকে, যিনি আবারও দূরের পোস্ট দিয়ে ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান। এরপর ৮৫তম মিনিটে হ্যাটট্রিকের দারুণ সুযোগ পেলেও এস্কান্দেলের অসাধারণ সেভে আটকে যান এমবাপ্পে। এরপর কোচ তাকে তুলে নেন মাঠ থেকে।
৮৮তম মিনিটে ওভেইদোর পক্ষে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিলেন হাইসেম হাসান, কিন্তু তার শট ঠেকিয়ে দেন কোর্তোয়া। ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে প্রতি আক্রমণ থেকে গোল করেন ভিনিসিউস, বাঁ দিক থেকে বক্সে ঢুকে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন তিনি। এই গোল দিয়েই শেষ হয় ম্যাচ।
দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে ভিয়ারিয়াল, দুই নম্বরে বার্সেলোনা।