যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক তথ্য প্রকাশকারী সরকারি সংস্থা ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকস-এর (বিএলএস) প্রধানকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত তিন মাসে কর্মসংস্থান অনেকটাই ধীর হয়ে গেছে, এমন প্রতিবেদন প্রকাশের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এই নির্দেশনা দেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিএলএসের প্রতিবেদন প্রকাশের পর ট্রাম্পের শুল্কনীতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প বিএলএসের কমিশনার এরিকা ম্যাকএন্টারফারের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কর্মসংস্থান পরিসংখ্যান বিকৃত করার অভিযোগ আনেন।
ট্রাম্পের এই সিদ্ধান্তে ওয়াল স্ট্রিট বড় ধাক্কা খেয়েছে। অনেক বিশ্লেষকই যখন পূর্বাভাস দিচ্ছেন ট্রাম্পের শুল্কনীতিতে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, সেই সময়ে অর্থনৈতিক তথ্যে হোয়াইট হাউসের হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এ ছাড়া বিভিন্ন দেশের ওপর শুল্ক বাড়ানোর পরিকল্পনা নিয়ে ট্রাম্প এগোনোর পর বিশ্বজুড়ে শেয়ারবাজারও টালমাটাল হয়ে পড়েছে।