প্রয়োজন হলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আবার রাজপথে ফিরবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে এ কথা বলেন তিনি।
ফেসবুকে হাসনাত লেখেন, ‘আসিফ মাহমুদের রক্তঝরা সংগ্রামের দিন আছে, হাসিনা-শাহীর গদি কাঁপানো স্লোগান আছে, ফ্যাসিস্ট পতনের বীরোচিত ইতিহাস আছে। আবার যদি দেশের প্রয়োজনে দরকার হয়, আসিফ মাহমুদ আবারও রাজপথে আসবে, স্লোগানে কন্ঠ মিলাবে।’
হুঙ্কার দিয়ে হাসনাত আরও লেখেন, ‘তাকে অপদস্ত কইরেন না, অন্যায্যতা চাপিয়ে দিয়েন না, বেইনসাফি কইরেন না। অপদস্ত কইরা, রক্ত ঝরায়া পতিত ফ্যাসিস্ট আসিফদের থামাতে পারে নাই, আপনারাও অপরাজনীতি কইরেন না।’
প্রসঙ্গত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেনের শপথ নেওয়ার দাবিতে কয়েক দিন ধরেই নগর ভবনে আন্দোলন চলছে। নগর ভবন বন্ধ করে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ করছেন।