বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র বিএনপি নেতা আহসান হাবিব কামাল মারা গেছেন। গতকাল শনিবার (৩০জুলাই) রাত ১১টায় রাজধানীর বনানীর বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আহসান হাবিব কামালের ছেলে রুপম জানান, বেশ কিছুদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন তিনি।শনিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থা অবনতির দিকে যায়। এরপর রাত ১১টার দিকে ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি।
আহসান হাবিব বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক মৎস্যজীবী বিষয়ক সম্পাদকছিলেন। ১৯৯১ সাল থেকে তিনি অধুনা লুপ্ত পৌরসভার চেয়ারম্যান ও প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ সালেবরিশাল সিটি করপোরেশন হলে তিনি প্রথম ভারপ্রাপ্ত মেয়র হন। এরপর ২০১৩ সালের নির্বাচনে আওয়ামী লীগের শওকতহোসেন হিরণকে হারিয়ে মেয়র হন আহসান হাবিব।
এদিকে তার মৃত্যুতে বরিশালে শোকের ছায়া নেমেছে। বরিশাল জেলা ও মহানগর বিএনপিসহ বিভিন্ন সামাজিক সংগঠনেরনেতারা শোক জানিয়েছেন।