বুধবার, ০৬:৫২ অপরাহ্ন, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

নির্বাচন বিলম্ব হলে কাদের সুবিধা : তারেক রহমান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫ বার পঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রশ্ন রেখে বলেছেন, বাংলাদেশে এ মুহূর্তে যদি নির্বাচন বিলম্বিত হয় তাহলে কারা সুবিধা পাবে, কাদের স্বার্থ উদ্ধার হবে? এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন, ‘আমরা যেহেতু ভোটের রাজনীতিকে বিশ্বাস করি, স্বাভাবিকভাবে আমরা নির্বাচন চাইব। জনগণের কাছে ভোট চাইব, এটি একটি স্বাভাবিক ব্যাপার। একটি স্বাভাবিক ব্যাপারকে কিছুসংখ্যক লোক কেন অস্বাভাবিক করছেন, সেটি আমাদের চিন্তা করে দেখতে হবে। এখানে অন্য কোনো লক্ষ্য বা উদ্দেশ্য আছে কি না, সেটি আমাদের ভেবে দেখতে হবে।’ গতকাল টাউন হল প্রাঙ্গণে আয়োজিত কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।

কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক আমিন-উর-রশিদ ইয়াছিন, সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপু প্রমুখ।

তারেক রহমান বলেন, ‘একটি রাজনৈতিক দলের পরিকল্পনাকে যদি সফল করতে হয়, তাহলে সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে ভোটের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করে সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করা। রাজনৈতিক দল হিসেবে আমাদের অর্থাৎ বিএনপির অন্যতম প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের কাছে ভোট চাওয়া এবং নির্বাচন করা। আজকে আমরা দেখছি, কিছুসংখ্যক ব্যক্তি, কিছুসংখ্যক সংগঠন হঠাৎ করে কথায় কথায় বলে উঠে বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করে। বিএনপি নির্বাচন ছাড়া কিছু বোঝে না।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমরা যেহেতু জনগণের শাসনে বিশ্বাস করি, জনগণের রাজনৈতিক শক্তিতে বিশ্বাস করি, আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা তো নির্বাচনের কথা বলব।’

তিনি বলেন, ‘আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্বাস করি, বাংলাদেশে যদি আমরা গণতন্ত্রেরের ভিত্তি রচনা করতে পারি, গণতন্ত্রের চর্চাকে যদি অব্যাহত রাখতে পারি, তাহলে এই দেশকে আর দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। আমরা যত বেশি গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে পারব, তত বেশি দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে পারব। দেশের সব মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করতে পারব।’

তারেক রহমান বলেন, ‘গত ১৫-১৬ বছর বিএনপি অত্যাচার, নির্যাতন, গুম, গায়েবি মামলা, মিথ্যা মামলা এসব পার করেছে। আমাদের হয়তো অনেক প্রতিবন্ধকতা আছে। কিন্তু এই প্রতিবন্ধকতাগুলো পর্যায়ক্রমে অতিক্রম করে আরও দৃঢ়ভাবে জনগণের আকাক্সক্ষা পূরণ করতে হবে। সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে। এই চেষ্টা আগামী দিনেও অব্যাহত থাকবে। বিএনপি জনগণের কথা বলে। এই দলের কাছে যখন সুযোগ থাকে, দল চেষ্টা করে কীভাবে জনগণের প্রত্যাশা পূরণ করা যায়। একটি রাজনৈতিক দলের লক্ষ্য, উদ্দেশ্য ও পরিকল্পনা থাকে কীভাবে নীতি-আদর্শকে জনগণের কাছে নিয়ে যাবে, কীভাবে জনগণের কাছে দলকে সম্পৃক্ত করাবে। রাজনৈতিক দল সরকার গঠন করলে পরিকল্পনা অনুযায়ী দেশ পরিচালনা করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com