বৃহস্পতিবার, ০৭:৩৩ অপরাহ্ন, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :

ডান-বাম মিশ্রণে নতুন দল আসছে এ মাসের শেষে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪ বার পঠিত

চলতি মাসের শেষদিকে ডান ও বামের মিশ্রণে মধ্যপন্থি নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটাতে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। জুলাই গণ-অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ শক্তি ও জনমত জরিপের ভিত্তিতে এই নতুন দলের নাম ও তার প্রতীক চূড়ান্ত করা হবে। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে এই জনমত জরিপ শুরু করা হয়েছে। তবে দলের শীর্ষপদে কারা আসীন হবেন- তা চূড়ান্ত করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

জানতে চাইলে নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব আমাদের সময়কে বলেন, চলতি মাসের শেষদিকে আমরা নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটাতে চাই। তার আগে আমাদের টার্গেট কমপক্ষে ৪শর মতো থানা কমিটি গঠন করা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশ পুনর্গঠনে গত সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি। তারা প্রথম কমিটি করে গত বছরের ৮ নভেম্বর। অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রথম কমিটি গঠন শুরু করে গত ২ নভেম্বর। কমিটি গঠনের কাজ আশানুরূপভাবে চলছে বলে জানান দায়িত্বপ্রাপ্ত নেতারা।

নতুন দলের শীর্ষপদে কারা আসতে পারেন জানতে চাইলে আরিফুল ইসলাম আদিব বলেন, এটা ঠিক করবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগে যারা ছিলেন, তারা। সেক্ষেত্রে অনেকের নামই আলোচনায় আছে। অনেকের প্রত্যাশাও আছে।

জাতীয় নাগরিক কমিটির একাধিক সূত্র বলছে, প্রাথমিক আলোচনা অনুযায়ী অন্তর্বর্তী সরকারে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে যে তিনজন উপদেষ্টা আছেন, তাদের মধ্যে নাহিদ ইসলাম পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব নিতে পারেন। যদিও এটি এখন পর্যন্ত চূড়ান্ত নয়। নিশ্চিত করে বলা যায়, নতুন রাজনৈতিক দলে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, সদস্যসচিব আখতার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয়

নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম থাকছেন। জাতীয় নাগরিক কমিটির আলী আহসান জোনায়েদসহ আরও অনেকের নাম আলোচনায় আছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। যাদের ত্যাগের বিনিময়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, তাদের মতামতের ভিত্তিতেই নতুন দলের লক্ষ্য, উদ্দেশ্য এবং দলের নাম চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছেন বিপ্লবের সম্মুখভাগে থাকা ছাত্ররা।

গত ৫ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা প্রতিটি জেলায় মতামত সংগ্রহ করবেন। জেলাগুলোয় জনমত জরিপের জন্য ফরম সরবরাহ করা হয়েছে। অফলাইনের পাশাপাশি অনলাইনে এই জনমত জরিপ হবে। জরিপ শেষ হলে ফলাফল জানানো হবে। এর অংশ হিসেবে নতুন দলের নাম, প্রতীক, জনগণের প্রত্যাশা এবং দেশ বদলে দেওয়া তিনটি কাজের প্রস্তাব ইত্যাদি আকাক্সক্ষার কথা জানতে জনমত জরিপ চালাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

সম্প্রতি আখতার হোসেন গণমাধ্যমকে বলেন, তাদের নতুন দল ডান ও বাম ধারার বাইরে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে মধ্যপন্থি দল হিসেবে রাজনীতি করবে। গণ-অভ্যুত্থানের পক্ষে ছিলেন, কিন্তু কোনো দলের রাজনীতির সঙ্গে যুক্ত নন- এমন ব্যক্তিদের তারা নতুন দলে নিয়ে আসতে চান।

এ অবস্থায় গতকাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জনমত জরিপ ও মতামত গ্রহণে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ ক্যাম্পেইন শুরু হয়েছে। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬টি বুথে এই ক্যাম্পেইন চালান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

জানা গেছে, জরিপে নতুন রাজনৈতিক দলের কী নাম ও প্রতীক হবে এবং নতুন দলের কী ম্যান্ডেট ও কর্মসূচি- ইত্যাদি বিষয় জানতে চাওয়া হয়। তা ছাড়া, দেশ পরিবর্তনে ৩টি পরামর্শও চাওয়া হচ্ছে জরিপে। এর পর সারাদেশে এই জরিপ চালাবে বৈষম্যবিরোধী নেতারা। জরিপ শেষ হলে শিক্ষার্থীদের মতামতের ওপর ভিত্তি করে নতুন রাজনৈতিক দলের সূচনা করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা।

বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের নিচে ও সেন্ট্রাল লাইব্রেরির সামনে বুথ নিয়ে বসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সেখানে শিক্ষার্থীরা আসছেন এবং নতুন রাজনৈতিক দল গঠনে বিভিন্ন লিখিত পরামর্শ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব স্থানে বুথ স্থাপন করা হয়েছে সে কেন্দ্রগুলো হলো- কার্জন হল প্রাঙ্গণ, কেন্দ্রীয় লাইব্রেরি, টিএসসি প্রাঙ্গণ, বটতলা, সায়েন্স লাইব্রেরি প্রাঙ্গণ, হল পাড়া।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সাংস্কৃতিক সেলের সদস্য সাইফুল্লাহ বলেন, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়ে আগামীকাল থেকে সারাদেশেই এই জরিপ শুরু হবে।

এর আগে গত মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে নতুন রাজনৈতিক দল গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মতামত গ্রহণে জরিপ শুরুর ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

হাসনাত আবদুল্লাহ লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু হওয়া আন্দোলন এক সময় দুই সহস্রাধিক প্রাণের বিনিময়ের গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছিল, যার নেতৃত্বে ছিল বাংলাদেশের বিপ্লবী ছাত্র-তরুণ। সেই তরুণরাই গঠন করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। আর সেই দল গঠনে আমরা জানতে চাই ছাত্রসমাজের প্রত্যাশা। ছাত্রসমাজের মতামতের প্রতিফলন ঘটিয়েই গঠন করা হবে নতুন রাজনৈতিক দল। সেই লক্ষ্যে আমরা শুরু করেছি ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ নামক ক্যাম্পেইন।

তিনি বলেন, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই ও বোনেরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর মতামত আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। তাই আপনারা মতামত দিন। আপনার মতামতের ভিত্তিতেই গঠিত হবে আপনার আকাক্সক্ষা ধারণকারী নতুন রাজনৈতিক দল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com