ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রাজশাহীর পাঁচটি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে রাজশাহী-২ (সদর) আসনে এখনো দলটির পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়নি। সদর আসনের জন্য যোগ্য ও জনপ্রিয় প্রার্থীর সন্ধানে আছে দলটি। শিগগিরই এ আসনেও প্রার্থী ঘোষণা দেওয়া হবে।
গতকাল রবিবার রাতে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রার্থী ঠিক করার ব্যাপারে কেন্দ্রীয় নির্বাচনী বোর্ড কাজ করছিল। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডই রবিবার পাঁচটি আসনের প্রার্থী চূড়ান্ত করেছে।
আসনগুলোর মধ্যে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে দলটির কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান; রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নগরীর কাশিয়াডাঙ্গা থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও হড়গ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, রাজশাহী-৪ (বাগমারা) আসনে দলটির নেতা ডা. আবদুল বারী সরদার, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জেলার সহকারী সেক্রেটারী নুরুজ্জামান লিটন ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে জেলার আরেক সহকারী সেক্রেটারী অধ্যাপক নাজমুল হক দলীয় প্রার্থী নির্বাচিত হয়েছেন।
এদিকে রাজশাহী সদর আসনে কেন দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। এ আসনে সাম্ভাব্য প্রার্থী হিসেবে মহানগরী জামায়াতের সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল, সাবেক সেক্রেটারী ডা. মো. জাহাঙ্গীর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি আশরাফুল আলম ইমনের নাম আলোচনায় রয়েছে।