শনিবার, ০৭:১২ অপরাহ্ন, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

মুক্তিযুদ্ধকে মুজিববাদ ও হাসিনার ফ্যাসিবাদমুক্ত করাই চব্বিশের রাজনীতি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭ বার পঠিত

আমাদের মহান মুক্তিযুদ্ধকে ফ্যাসিবাদের মধ্য দিয়ে ‘জয় বাংলা’ করে দিয়েছে শেখ হাসিনার আওয়ামী লীগ নিজেই; এমন মন্তব্য করেছেন তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় ব্যক্তিত্ব, যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।

দেশের চলমান উত্তপ্ত পরিস্থিতি, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার ভাষণ, ছাত্র-জনতার বিক্ষোভ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর ইস্যুতে নিজের মতো তুলে ধরেছেন মির্জা গালিব। তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো যুগান্তরের পাঠকদের জন্য।

আওয়ামী লীগের লোকজন শেখ মুজিব, জয় বাংলা স্লোগান, ধানমন্ডি বত্রিশ নম্বর- এই সব কিছুকে আমাদের স্বাধীনতা সংগ্রাম আর মুক্তিযুদ্ধের সিম্বল হিসেবে দেখেন।

কিন্তু জনগণের কাছে এই সবকিছু এখন ফ্যাসিবাদের চিহ্ন হিসেবে হাজির হইছে। গত ১৬ বছরে হাসিনার যে ফ্যাসিবাদ, তাতে মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করা হইছে। রাতের বেলা যেই পুলিশ আমাদের ভাই-বোনকে ধরে নিয়ে গুম করছে, তারা জয় বাংলা স্লোগান দিয়া এই কাজ করছে।

হেলিকপ্টার থেকে গুলি করে যে পুলিশ মায়ের কোলে থাকা সন্তানকে খুন করছে, সেই পুলিশ ধানমন্ডি বত্রিশ আর টুঙ্গিপাড়ায় যাইয়া নিয়মিত তার ঈমান নবায়ন করছে। যেই হেলমেট বাহিনী আমাদের কিশোর বয়সী ছোট ভাইদের রাস্তায় পিটাইছে, তারা শেখ মুজিবের সন্তান পরিচয়ে এই কাজ করছে। মুক্তিযুদ্ধের নামে শাহবাগ আর শাপলায় আমাদের ভাগ কইরা, আমাদেরই কষ্টের টাকা পাচার কইরা, আটলান্টিক আর টেমস এর তীরে বইসা তাদের সন্তানরা আরাম-আয়েশ কইরা কাটাইছে।

এই যে, আমাদের মুক্তিযুদ্ধকে ফ্যাসিবাদের মধ্যে ‘জয় বাংলা’ কইরা দিল শেখ হাসিনার আওয়ামী লীগ নিজেই, সেই পাপের প্রায়শ্চিত্ত না কইরা তো মুক্তিযুদ্ধকে বত্রিশ নম্বরে খুইজা পাবেন না। আওয়ামী লীগের প্রতি যাদের এখনো দরদ আছে, তারা এইটা না বুঝলে এই দেশের মানুষের কাছ থেকে আরো আরো দুরে সইরা যাবেন।

মুক্তিযুদ্ধকে মুজিববাদ, মুজিবের বাকশাল, শাহবাগ আর হাসিনার ফ্যাসিবাদ থেকে মুক্ত কইরা, এই দেশের আপামর জনগণের কাছে ফিরায়ে দেয়ার রাজনীতিই চব্বিশের রাজনীতি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com