আবহাওয়ায় শীতের প্রভাব নেই বললেই চলে। কিন্তু ঠান্ডার এ কদিনে আর্দ্রতা হারিয়ে ত্বকের অবস্থা আরও নাজেহাল। এ সময় ত্বকের জন্য দারুণ সমাধান হতে পারে ‘ভিটামিন-ই’ ক্যাপসুল। এই ভিটামিন ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে, যা ত্বকের আর্দ্রতা ধরে রাখে।
ভিটামিন-ই ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না; পাশাপাশি ভিটামিন-ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। ফলে পরিবেশ দূষণ ও সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে।
ব্যবহারবিধি :
সরাসরি ‘ভিটামিন-ই’ ক্যাপসুল ব্যবহার না করে প্যাক বানিয়ে তার সঙ্গে মিশিয়ে ব্যবহার করা হলে ভালো ফল পাওয়া যাবে। ভিটামিন-ই ক্যাপসুল প্র্রতিদিনের ময়েশ্চারাইজারের সঙ্গে মিশিয়ে লাগানো যায়।
পাকা পেঁপে, মধু আর কলার সঙ্গে মিশিয়ে প্যাক বানিয়েও ভিটামিন-ই মাখতে পারেন। চোখের নিচের কালো দাগ দূর করতে বাদাম তেলের সঙ্গে এই ক্যাপসুল ব্যবহার করুন। লিপবাম বা ভ্যাসলিনের সঙ্গে ভিটামিন-ই ক্যাপসুল ভেঙে মিশিয়ে তা-ও ব্যবহার করতে পারেন।