ঢাকা কলেজ প্রাঙ্গণে জড়ো হয়ে সাত কলেজের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করছেন। এ সময় তারা ছয় দফা দাবি উত্থাপন করেন।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গত কালকের উদ্ভুত পরিস্থিতি নিয়ে সাত কলেজের শিক্ষার্থীদের এ জরুরী সংবাদ সম্মেলন। শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে দাবিগুলো তুলে ধরেন ইডেন কলেজের ছাত্রী সুমাইয়া সাইনা। তিনি ছয় দফা দাবি পেশ করেন।
এরআগে আজ সোমবার সকাল ৯টা থেকে নিজ নিজ কলেজের সামনের সড়ক অবরোধ করার কর্মসূচি দেন সাত কলেজের শিক্ষার্থীরা। তবে আজ বেলা সাড়ে ১১টা নাগাদ ঢাকা কলেজের শিক্ষার্থীরা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের সড়ক অবরোধ করেননি। এ সময়ে বেশ কিছু শিক্ষার্থীকে ঢাকা কলেজ প্রাঙ্গণে জড়ো হতে দেখা যায়।
এদিকে সড়ক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর নীলক্ষেত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।