ঈদুল আজহা উদযাপনের পর এখন কর্মের টানে রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকে। ঈদের পরের চারদিনে (১১-১৪ জুলাই) ঢাকায় ফিরেছেন ৩৩ লাখ ৪৪ হাজার ৯০৭টি সিম ব্যবহারকারী।
শনিবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া তথ্য থেকে ঢাকায় ফেরা সিম ব্যবহারকারীর সংখ্যা জানা যায়।
গত বৃহস্পতিবার পর্যন্ত গ্রামীণফোনের ১৩ লাখ ৩০ হাজার ৬৯৬, রবির ৮ লাখ ১১ হাজার ৭৩৮, বাংলালিংকের ১১ লাখ ২৪ হাজার ৭১২ এবং টেলিটকের ৭৭ হাজার ৭৬১টি সিম ঢাকায় ফিরেছে।
উল্লেখ্য, ঈদের আগের রাত পর্যন্ত এবার ঢাকার বাইরে গিয়েছিল মোট ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬ সিম ব্যবহারকারী। এছাড়া ঈদের পরের দুদিনসহ সব মিলিয়ে ঢাকা ছেড়েছিল মোট ৯০ লাখ ৩৮ হাজার ৭৭৮টি সিম।