বাংলা ভাষার অন্যতম প্রধান কবি আল মাহমুদের ৮৬তম জন্মদিন আজ। ১৯৩৬ সালের এই দিনে ব্রাহ্মণবাড়িয়ার মৌড়াইল গ্রামের মোল্লাবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি।
বাংলা ভাষা ও সাহিত্যের প্রবাদপ্রতিম এই গুণী কবির বাবা মীর আবদুর রব। মা রওশন আরা মীর। স্ত্রী সৈয়দা নাদিরা বেগম। ব্যক্তিজীবনে পাঁচ ছেলে ও তিন মেয়ের জনক তিনি। তার প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ।
আধুনিক কবিতায় লোকজ উপাদান ছড়িয়ে দেয়া কবি আল মাহমুদ পঞ্চাশের দশকের কবিতার অন্যতম প্রধান পুরুষ। তার কবিতায় উঠে এসেছে দেশজাত, মানবিকতা, সাম্যবাদ ও এতে লগ্ন থাকার আকুতি।
তার বিখ্যাত কাব্যগ্রন্থ ‘সোনালী কাবিন’ সমকালীন বাংলা কবিতার একটি বাঁকের নাম। তিনি শুধু কবিই নন, একাধারে ছিলেন ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্পকার, শিশুসাহিত্যিক ও সাংবাদিক।
২০১৯ সালে ১৫ ফেব্রুয়ারি তিনি প্রয়াত হন। তবে তার লেখা প্রতিটি অক্ষর এখনো রয়েছে বাংলার মানুষের প্রতিটি হৃদয়ের মণিকোঠায়। আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাক্ভঙ্গিতে সমৃদ্ধ করায় এই মহান কবিকে তার জন্মদিনে জানাই বিনম্র শ্রদ্ধা।